দেওয়ানগঞ্জ

দুই ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ দিয়েছে মা

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করেছেন একজন মা।

সোমবার (১লা সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ মডেল থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬০)।

বৃদ্ধা আনোয়ারা বেগমের বাড়ি সদর ইউনিয়নের খড়মা গ্রামে।

অভিযোগ থেকে জানা যায়- আনোয়ারা বেগম বাবার বাড়ি থেকে একটি গাভিন গরু নিয়ে লালন পালন করছিলেন। গাভীটি প্রতিদিন ৫-৬ কেজি দুধ দিতো। রোববার রাতে তার পালিত গাভীটি গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃদ্ধা মা তার দুই ছেলের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন।

বৃদ্ধা মা আনোয়ারা বেগম বলেন- অভাব অনটনের সংসারে একটু স্বচ্ছলতা ফেরাতে বাপের বাড়ি থেকে আমাকে একটি গরু দেয় স্বজনেরা। আমি গরুটি নিজের সন্তানের মতো লালন পালন করি। রোববার রাতে আমি ঘুমিয়ে পড়লে আমার বড় দুই ছেলে যোগসাজশে গরুটি চুরি করে। বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও গরুটির কোন সন্ধান পাইনি। অবশেষে বাধ্য হয়ে গরুটি ফিরে পাবো এই আশাতে থানায় মামলা করেছি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান. এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button