বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ইউএনও শাহ জহুরুল হোসেন বকশীগঞ্জের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বকশীগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হোসনা, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাতিউল হাফিজ বাবু, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, আজকের পত্রিকার সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক রাকিবুল ইসলাম বিদ্রোহী, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, সাংবাদিক ছালাম মাহমুদ, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, সাংবাদিক রায়হান, সাংবাদিক মুরাদুজ্জামান মুরাদ, সাংবাদিক ইলিয়াছ শাহ, সাংবাদিক ইমরান সরকার।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন বকশীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, নদী ভাঙন রোধ, শিক্ষার পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বকশীগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।”
ইউএনও শাহ জহুরুল হোসেন এর আগে মৌলভীবাজারের কুলাউরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।