ইসলামপুর

ইসলামপুর উপজেলা গ্রাম পুলিশদের নেতৃত্বে সাংবাদিক সোহেল আহসান

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ইসলামপুর (জামালপুর) উপজেলা শাখার নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সোহেল আহসান।

গত ২ সেপ্টেম্বর গঠিত ২ বছর মেয়াদী এই নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ কালো গাজী।

১৬ সদস্য বিশিষ্ট এই কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ মিন্টু এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মিলন রবিদাস। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শ্রী রতন, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী মোহন, কোষাধ্যক্ষ মোঃ ফজলুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন তোতা ও মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মানিক চাঁন, দফতর সম্পাদক জয়, প্রচার সম্পাদক মেঘলা এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মায়া রানী, শ্রী রিপন, ভুট্টু রাম ও শ্রী মিঠুন চন্দ্র।

এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ৩ সেপ্টেম্বর বেলা ১২ টায় ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাংগঠনিক কাজও শুরু করেছেন বলে জানিয়েছেন এই সংগঠনের সভাপতি সোহেল আহসান।

তিনি বলেন-“গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করলেও তারা আসলেও খুবই মানবেতর জীবন যাপন করে। অনেকটা অবহেলিতও। আমি এই উপজেলার গ্রাম পুলিশদের নানা সমস্যা, সংকটে পাশে দাড়ানোর চেষ্টা করেছি। তাদের নানা ধরনের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজও করছি দীর্ঘ সময় ধরে। তাই এই উপজেলার গ্রাম পুলিশরা আমাকে ভালোবেসে ও সম্মানের সঙ্গে এই নতুন গুরু দায়িত্বে নিয়োজিত করেছেন। গ্রাম পুলিশদের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় পাশে থাকব।”

Related Articles

Back to top button