সরিষাবাড়ী

বাজার প্রহরীকে মারধর করায় দোকান বন্ধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে বাজার পাহারাদারকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাজারের সকল ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ডোয়াইল ইউনিয়নে মাজালিয়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এঘটনায় দিনব্যাপী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মাজালিয়া বাজার কমিটির সভাপতি ইদ্রিস আলী, মেডিসিন ব্যবসায়ী ছানোয়ার হোসেন, মাসুদ, হারুন, কীটনাশক ব্যবসায়ী শামীম হোসেন, তোতা, রুবেল, জালালসহ আরো অনেকে।

বক্তব্যে তারা জানান-‘মাজালিয়া বাজারের সকল দোকানপাট পাহারার দায়িত্বে আছে আঃ মান্নান (সুদু মাল) ও সুরুজ্জামান কালু নামে দুই জন প্রহরী। গত মাসে বাজারের বিভিন্ন দোকানে চুরির ঘটনাও ঘটেছে। প্রতিদিনের মতো পাহারাদাররা সোমবার রাতে বাজার পাহারা দেন। এদিকে স্থানীয় লাল মিয়ার বখাটে মাদকাসক্ত এক যুবক আসাদউজ্জামান বাবু (৩৫) মাঝ রাতে বাজারের মধ্যে ঘোরাঘুরি করেন। এসময় পাহারাদার আঃ মান্নান তার দিকে লাইট ধরে কথা বলতেই বাবু তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। তারই প্রতিবাদের ঐ যুবকের শাস্তির দাবিতে এবং চুরির ঘটনার প্রতিরোধ করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সকল ব্যবসায়ীরা।

এঘটনায় অভিযুক্ত আসাদউজ্জামান বাবু বলেন, ‘আমি মাদকের সাথে যুক্ত না। আমার বাড়ি এখানেই আমি পাহারাদারকে মারিনি। ব্যবসায়ীরা যে অভিযোগ করেছেন সেটা মিথ্যা।‘

Related Articles

Back to top button