সরিষাবাড়ী

খেলনা গাড়ি নিয়ে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে খেলনা গাড়ি চালিয়ে পুকুরের পানিতে পড়ে মোঃ ওমর ফারুক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক ঐ এলাকার মোঃ মনির হোসেনের ছেলে।  পারিবারিক সমস্যার কারনে ‘শিশুটির মা না থাকায়’ শিশু ওমর ফারুক তার দাদীর কাছেই থাকতেন।

শিশুটির স্বজনেরা জানান-‘নিহত শিশু ওমর ফারুক মনির হোসেনের ৩য় ছেলে। সে সকাল বেলা খেলনা গাড়ি (ছোট রিক্সা) নিয়ে বাড়ির উঠানে খেলা করছিলেন। হটাৎ খেলতে খেলতে গাড়ি চালিয়ে বাড়ি পাশে পুকুরে পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা দেখতে পায় গাড়ি নিয়ে শিশু ওমর ফারুক পুকুরে পানিতে ভেসে আছে। সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত শিশুর বাবা মনির হোসেন বলেন- ‘বাড়ির ভিতরেই খেলা করছিলো ছেলেটি আমার। হঠাৎ সবার চোখের আড়ালে বাহির বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় ছেলেটি।

Related Articles

Back to top button