সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত-২
জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এই হামলার শিকার হন স্থানীয় বাসিন্দা মোঃ মোজাম্মেল হোসেন ও তার ছেলে নাজমুল হক।
অভিযোগ থেকে জানা যায়- দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এরই জেরে ওইদিন সন্ধ্যায় মোঃ সুজাত আলী, মোঃ সুলতান মিয়া ও সোহেল অতর্কিতভাবে হামলা চালান। এতে গুরুতর আহত হন মোজাম্মেল হোসেন ও তার ছেলে।
ভুক্তভোগী পরিবার জানায়- হামলার সময় মোজাম্মেল হোসেনের কাছে ৫০ হাজার টাকা ছিলো। মারধরের সময় সেই টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ।
আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হাসান বলেন- “জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে হামলার হুমকির ঘটনায় গত ১০ সেপ্টেম্বরে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন মোজাম্মেল হোসেন।