সারাদেশ

গলায় বাদাম আটকে স্কুল ছাত্রের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে গলায় বাদাম আটকে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছুটির সময় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান (১৪) ভারুয়া বাজার এলাকার এনায়েত উল্লাহর ছেলে।

স্কুলের সহপাঠীরা জানান- স্কুল ছুটির সময় জাহিদ হাসান বাদাম কিনে খেতে থাকে। বাদাম খাওয়ার এক পযার্য়ে তার শ্বাসনালীতে বাদাম আটকে যায়। এসময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button