জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেছে জামালপুর জেলা সমিতি ময়মনসিংহ
ময়মনসিংহে এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল মিলনায়তনে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জামালপুর জেলার বাসিন্দা ময়মনসিংহে বসবাসরত ৩৯ জনকে জামালপুর জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর জেলা সমিতির সভাপতি মোঃ সফিক উল্লাহ।
সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির অধ্যাপক ড. হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মিস মোহসিনা খাতুন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ও জামালপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, সমিতির যুগ্নসাধারণ সম্পাদক মো: ফজলুল করিম ফারুকী, উপদেষ্ঠা আলহাজ্ব খন্দকার সুলতান আহম্মদ, ডা: মো: হেফজুল বারী, মো: শহীদুদ দৌলা পাহলোয়ান ছানা, সহ-সভাপতি মো: আহসান উল্লাহ তরফদার দুলাল, শিক্ষার্থী মেহজাবিন, মশিউর রহমান, অভিবাবক মো: আব্দুল্লাহ আল বাকী, হারুন অর রশিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবকসহ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।