মাদারগঞ্জ

রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় “রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতাল” নামে একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার) সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আজিজুল হকের নেতৃত্বে ওই হাসপাতালে অভিযান চালানো হয়।

এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সাদিয়া আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। নিহত সাদিয়া উপজেলার গুনারিতলা ইউনিয়নের কাতলামারি এলাকার সৌদি প্রবাসী বিপ্লব মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও হাসপাতাল থেকে জানা যায়- রবিবার (২১ সেপ্টেম্বর) সাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু রায়হান বলেন, রোগীর শরীরে হিমোগ্লোবিন ছিল ৬.৭, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। সিজারিয়ান অপারেশনের আগে রক্ত সরবরাহ করে রোগীর শরীরকে প্রস্তুত করা উচিত ছিল। সেটি না করায় জটিলতা সৃষ্টি হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত চিকিৎসক ডা. ফারিয়া আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে। তারা জানায়, রোগীকে ভর্তি করার পর নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করা হয়েছিল। তবে অপারেশনের পর হঠাৎ অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সময় তিনি মারা যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হাসপাতালের দায়িত্বশীলতা ও চিকিৎসা তদারকি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

জামালপুর জেলা সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন- ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসপাতালের অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Back to top button