জামালপুর
জামালপুরে এনসিপির অবস্থান কর্মসূচি
শাওন মোল্লা,জামালপুর: নিউইয়র্কে আওয়ামী লীগের কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি।
শনিবার বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধী মত দমনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।
বক্তারা আরও বলেন- রাজনৈতিক নেতাদের ওপর হামলার জবাব জনগণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেবে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানান।