মাদারগঞ্জ

মাদারগঞ্জে ভীমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে ভীমরুলের কামড়ে বাদল মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  সকালে উপজেলার চরপাকেরদহ্ ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

বাদল মন্ডল (৫২) উপজেলার  চরপাকেরদহ্ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরনগর মন্ডল বাড়ি এলাকার ছমেছ উদ্দিন মন্ডলের ছেলে তৃতীয় ছেলে ।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়- সকাল ৮টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় ভীমরুলের আক্রমণের শিকার হন কৃষক বাদল মন্ডল। ভীমরুলের কামড়ে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে বাদল মন্ডল মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। ভীমরুলের কামড়ে আজ বিকাল ৩টার দিকে কৃষক বাদল মন্ডলের মৃত্যু হয়েছে।”

মৃত্যুকালে বাদল মন্ডল তার স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

Related Articles

Back to top button