দেওয়ানগঞ্জ

নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়া হুদার মোড় থেকে হাজারীপাড়া মসজিদ পর্যন্ত যমুনা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চর ডাকাতিয়াপাড়া এলাকাবাসীর ব্যানারে চিকাজানী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রামের শতাধিক নারী- পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বন্যার সময় এ অঞ্চলে নদী ভাঙ্গন দেখা দেয়। নদী ভাঙ্গন রোধে ইতিপূর্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে বর্তমানে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতিপূর্বে এই এলাকার অনেক মানুষের বসতভিটা, ফসলি জমি নদী ভাঙ্গনের শিকার হয়েছে। এছাড়াও স্কুল, মাদ্রাসাসহ সরকারি স্থাপনাও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে চর ডাকাতিয়া পাড়া, হাজারিপাড়া গ্রাম দুটি নদী গর্ভে হারিয়ে যাবে।

এসময় নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে জোড় দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারি গ্রামবাসীরা।

Related Articles

Back to top button