মাদারগঞ্জ

মাদারগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী, সেনা বাহিনীর প্রতিনিধি মামুন, উপজেলা আনসার ভিডিপির প্রতিনিধি উত্তম, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা পূজা উদযাপন ফন্টের সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হামিদুর রহমানসহ আরো অনেকে।

Related Articles

Back to top button