জামালপুর

পিআরসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ

শাওন মোল্লা জামালপুর: জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

বিকেলে জামালপুর শহর ও সদর শাখার উদ্যোগে শহরের পিটিআই মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর মাওলানা আল ইমরান সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুল সাত্তার, এডভোকেট আব্দুল আওয়াল নাজমুল হক মাসুদসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন- জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদ অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।
এসময় তারা আরো বলেন দেশের চলমান সংকট নিরসনে ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং জনস্বার্থমূলক কার্যক্রম চালুর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে , গণতান্ত্রিক পরিবেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে দেশের সংকট আরও গভীর হবে।
জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবিলম্বে দাবিগুলো মেনে নেয়ার দাবি জানান বক্তারা।

Related Articles

Back to top button