জামালপুর

জামালপুরে ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় আসন প্রতি প্রার্থী ১০ জন

জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদনকারী প্রার্থী ১০ জন। এ জেলায় ৭৫ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭৫৯ টি।

শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল ১০ টায় পৌর শহরের বেলটিয়া উচ্চবিদ্যালয়ে জেলার প্রশিক্ষিত যুবদের মাঝে ফ্রিল্যান্সিং এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ৪৮ টি জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের প্রশিক্ষনের মাধ্যমে ফ্রিল্যান্সিং এ দক্ষতা বৃদ্ধির জন্য এ আয়োজন করেন। এবার জামালপুর জেলায় চতুর্থ ব্যাচে ৭৫ জন প্রশিক্ষন গ্রহন করবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো.ফরিদুজ্জামান, সহকারী পরিচালক মো.সাইফুল ইসলামসহ যুব উন্নয়ন অধিদপ্তর ও ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জামালপুর শাখার কর্মকর্তারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ প্রশিক্ষন গ্রহন করে জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবরা উদ্যোক্তা হওয়ার আশা ব্যক্ত করেন।

Related Articles

Back to top button