সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত মিয়া (১৭) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার  দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিফাত ঐ এলাকার মোশারফ হোসেনের ছেলে। সে ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ- ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- দুপুরে বাড়ির পাশে আম গাছের নিচে বসে ছিলেন সিফাত। হটাৎ বৃষ্টি বিহীন বজ্রপাত ঘটলে আম গাছের উপরে পড়ে। এসময় নিচে বসে থাকা সিফাত মিয়া বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button