ইসলামপুর
ইসলামপুর হাসপাতালে রোগীদের মাঝে খাদ্য বিতরণ
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে সমাজ সেবক শরিফুর ইসলাম ফরহাদ খানের উদ্যোগে রোগীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় রোগীদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন সমাজ সেবক ফরহাদ খান।
তিনি জানান, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তার মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে কোনো মানুষই অভাবে কষ্ট পাবে না।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ফরহাদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।