ইসলামপুরে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার সভাপতি আলী হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান আনছারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ ও স্থানীয় ইউপি সদস্য আলাল উদ্দিন, মজিবর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াৎ হোসেন।
এসময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১ম পর্যায়ে ধনতলা এলাকার ১১জন প্রতিবন্ধীদের মাঝে ২২টি ছাগল বিতরণ করা হয়।