জামালপুর

জামালপুরে নির্বাচনকে কেন্দ্র করে বাপ্পীর বিরুদ্ধে অপ-প্রচার ও ষড়যন্ত্র

জামালপুরে আসন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অপ-প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পী।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় মুঠোফোনের মাধ্যেমে প্রতিবেদকের কাছে এ বিষয়ে প্রতিবাদ জানান।

মোস্তাফিজুর রহমান বাপ্পী বেসরকারী ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন-আমি সফলতার সাথে জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এবার আমি সভাপতি প্রার্থী। কিছু দুষ্কৃর্তিকারী আমার নিবার্চনে বাধা সৃষ্টি করতেই এমন ষড়যন্ত্রসহ অপ-প্রচার করছে। এ যাবতকালে আমার বিরুদ্ধে যা হয়ে এসেছে তা উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

৪ অক্টোবর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button