দেওয়ানগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের মানববন্ধন বিক্ষোভ
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভারত সীমান্তঘেষা রহিমপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি রহিমপুর বাজার প্রদক্ষিণ শেষে মানববন্ধন করে আয়োজনকারীরা।
অনুষ্ঠানটির আয়োজন করেন রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন- আমাদের সমাজের জন্য মাদক একটি অভিশাপ। দিন দিন মাদকের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। মাদকে আসক্ত হয়ে সমাজের অনেকেই তাদের উজ্জ্বল ভবিষ্যত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। কিছু কিছু অসাধু মানুষ অবৈধ পন্থায় টাকা রোজগারের নেশায় মাদক কারবারি বনে গেছেন। তারা ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক এনে বিক্রি করছেন। অবলম্বে এ তৎপরতা বন্ধ করতে হবে। বক্তারা মাদকের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।




