বকশীগঞ্জে ইউপি সদস্যসহ আ.লীগের ৩ নেতা গ্রেফতার
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার একটি মামলায় আওয়ামী লীগের ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।
গ্রেফতারের পর সোমবার (৬ অক্টোবর) দুপুরে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার (৫অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিন নেতাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া নেতারা হলেন- বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (৫০)।
ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের বাসিন্দা সামিউল হক (৪২)। তিনি কামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য।
মেরুরচর ইউনিয়নের খেওয়াচর গ্রামের বাসিন্দা এবং মেরুরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন (৪০)।
পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।