ইসলামপুর

অসহায় বিধবা গোলাপীর পাশে ‘দূরন্ত ইসলামপুর’

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে অসহায় অসুস্থ এক বিধবার পাশে দাঁড়িয়েছে ‘দূরন্ত ইসলামপুর’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

উপজেলার বেলগাছ ইউনিয়নের ২ নং ওয়ার্ড ঘোনাপাড়া প্রত্যন্ত গ্রামে বসবাস করেন বিধবা গোলাপী বেগম। দীর্ঘদিন যাবত সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় দুঃখ কষ্টে জীবনযাপন করছেন। চলতে ফিরতে পারেন না, দীর্ঘ দিন রোগে আক্রান্ত হওয়ার কারনে এখন সে প্রায় বাক ও শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন। সংসারে এক ছেলে এক মেয়ে থাকলেও দরিদ্র পরিবারটি গোলাপি বেগমকে চিকিৎসা করাতে অক্ষম। তাই পরিবারের অভিযোগ এখনো কোন সরকারি সহায়তা পায়নি। জন প্রতিনিধিরাও কোন খোঁজ রাখেনি অসহায় গোলাপির।

সামাজিক ভাবে বিষয়টি জানার পর ‘দূরন্ত ইসলামপুর’ সংগঠনের সদস্যরা তার বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা জনি মিয়া জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডট কম’কে জানান- সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা মানবিক সহায়তা অব্যাহত রাখবেন। সমাজে গোলাপিদের মতো মানুষগুলো বড়ই অসহায়, তাই তাদের খাদ্য সহ বিভিন্ন সহায়তা দেওয়া যেমন সরকারের সংশ্লিষ্ট কৃর্তপক্ষের দায়িত্ব। তেমন সমাজের বৃত্তবানদের অসহায় হত দরিদ্রদের পাশে দাড়ানোর আহবান সেচ্ছাসেবী সংগঠনটির।

Related Articles

Back to top button