জামালপুর

অশোভন বিজ্ঞপ্তি প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা

হৃদয় আহম্মেদ, জামালপুর: শিক্ষা মন্ত্রণালয়ের অশোভন বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত কয়েকটি অশোভন বিজ্ঞপ্তি শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক। মেয়াদ থাকার পরেও মহাপরিচালকের পদত্যাগ এবং সেই পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রশাসনিক শিষ্টাচার ও নৈতিকতার পরিপন্থী।

বক্তারা আরও বলেন- শিক্ষা মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

Related Articles

Back to top button