ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল ও চেক বিতরণ
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল, আয়বর্ধনমূলক সামগ্রী ও চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এবং বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৫ জন উপকারভোগীর মাঝে মোট ১১টি ছাগল, ২ জনকে ৩০ হাজার টাকার আয়বর্ধনমূলক সামগ্রী এবং নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ জনের মাঝে মোট ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।