দেওয়ানগঞ্জ
বিদ্যুৎ স্পর্শে কিশোরের মৃত্যু
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পর্শে আলিফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ সাপমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আলিফ ওই এলাকার মোঃ ফুলমিয়ার ছেলে।
নিহতের স্বজনেরা জানান- সন্ধ্যায় প্রতিবেশী একজনের বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয় আলিফের। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান- নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




