জামালপুর
নরুন্দিতে পুলিশের অভিযানে মাদক ও জুয়ার আসর থেকে ৯ জন আটক
জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মত্তরসহ আশপাশের এলাকায় রবিবার (১২ অক্টোবর) রাতে পুলিশের অভিযানে পাঁচ জুয়ারি ও তিন মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জিয়াউল, ফারুক, লোকমান মিয়াসহ কয়েকজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে জুয়া ও মাদক ব্যবসা চলছিল বলে জানা গেছে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব রহমান জানান- এলাকায় কোনো মাদক বা জুয়ার আসর বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা ভবিষ্যতে এমন অভিযানের ধারাবাহিকতা কামনা করেছেন।