দেওয়ানগঞ্জ

এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ডাকা কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো পালন করছেন উপজেলার বেশিরভাগ এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার এমপিওভূক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে জানা যায় এমন তথ্য।

২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ ও কর্মচারীদের উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা।

সরেজমিনে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসা, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, চরভবশুর সাহাবউদ্দিন উচ্চ বিদ্যালয়, বীর হলকা উচ্চ বিদ্যালয়, খোলাবাড়ির চর উচ্চ বিদ্যালয় ও এম এম মেমোরিয়াল কলেজে গিয়ে দেখা যায়- প্রতিষ্ঠানগুলোতে সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থাকলেও কোন ক্লাস কিংবা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে শিক্ষক-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করবেন বলে জানান তারা।

এ সময় খোলাবাড়ির চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাজম মাহমুদ বলেন- ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা বৃদ্ধির দাবিতে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের অবস্থান কর্মসূচিতে গত রোববার ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও তিন দফা দাবিতে আমাদের এই কর্ম বিরতি চলছে। সরকার আমাদের দাবি সমূহ মেনে না নিলে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি আমরা পালন করবো।

শিক্ষক নিপেন চন্দ্র দাস বলেন- বাংলাদেশের কোথাও এক হাজার টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় না। অথচ আমাদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যেখানে ৪৫% বাড়ি ভাড়া পায় আমরা ২০% বাড়ি ভাড়া চেয়েছি। আমাদের এ যৌক্তিক দাবি না মানা হলে আমরা এ আন্দোলন চালিয়ে যাবো।

দেওয়ানগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেলিম বলেন- জাতীয়করণ প্রত্যাশী জোটের কর্মসূচি সফল করতে উপজেলার বিভিন্ন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিদিনই শিক্ষকগন আন্দোলন অংশ নিতে ঢাকা যাচ্ছেন। এছাড়াও উপজেলার প্রত্যেকটি এমপিওভূক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় দ্বিতীয় দিনের মতো কর্ম বিরতি পালন হয়েছে। শিক্ষক সমাজের এই ন্যায্য দাবির প্রতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সমর্থন রয়েছে। আমি সরকারের কাছে আহ্বান জানাই সরকার অবিলম্বে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের ক্লাসে ফেরাবে অন্যথায় আজিজী স্যারের নির্দেশনায় পরবর্তী সকল কর্মসূচি আমরা পালন করবো।

Related Articles

Back to top button