বটতলা-জব্বারগঞ্জ রাস্তা: নিম্নমানের কাজের পুনরাবৃত্তি
মতিন রহমান,বকশীগঞ্জ: অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে উপজেলা প্রশাসন কর্তৃক একবার বন্ধ করে দেওয়া জামালপুরের বকশীগঞ্জ বটতলা থেকে জব্বারগঞ্জ রাস্তার নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ- দ্বিতীয় দফাতেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম ভেঙে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বকশীগঞ্জ কার্যালয়ের তদারকির অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা জানান- বটতলা-জব্বারগঞ্জ সড়কটি এই অঞ্চলের হাজারো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির নির্মাণ কাজ শুরু হলে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এক পর্যায়ে কাজ বন্ধের নির্দেশ দেয়।
তবে প্রশাসনের সেই নির্দেশনার পরও সম্প্রতি কাজ আবারও শুরু হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন-“রাস্তায় যে খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে, তা এতই নিম্নমানের যে এই সড়কটি সর্বোচ্চ ছয় মাসও টিকবে না। জনগণের ট্যাক্সের টাকায় এমন দুর্নীতি মেনে নেওয়া যায় না।”
নির্মাণ কাজে এমন দৃশ্যমান অনিয়ম ও এলজিইডি’র তদারকি নিয়ে প্রশ্ন উঠলে বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী সামছুল আলম নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি বলেন-“ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে পেরে উঠতে পারছি না। সে মুখে বলে একটা, করে আরেকটা। কাজটি সঠিক ভাবে করার জন্য তাকে চিঠিও দেওয়া হয়েছে। কাজ সঠিক ভাবে না হলে তার বিল বন্ধ করে দেওয়া হবে।”
অন্যদিকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন-“আমি সরকারি কাজে ঢাকায় এসেছিলাম, আজই বকশীগঞ্জে ফিরছি। আগামীকাল (বুধবার) সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”