ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শফিকুল ইসলাম, জামালপুর: বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট জামালপুর কর্তৃক আয়োজিত ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কৃষি গবেষণা বিনা উপকেন্দ্র এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।
বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রাখী রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড.শরিফুল হক ভূঞা, বিনার পরিচালক ড. মো: আজিজুল হক, মুখ্য বৈজ্ঞ্যনিক কর্মকর্তা ড. মো: মঞ্জুরুল কাদির, ডিটিও পিকন কুমার সাহা,উপজেলা কৃষিবিদ মো: এমদাদুল হক, ড. মাহবুবুর রহমান খানসহ আরো অনেকে।
এই কৃষক প্রশিক্ষণে অংশ নেয় ৫০জন কৃষক কৃষাণী।
অনুষ্ঠানটি সষ্ণালনায় ছিলেন বিনা উপকেন্দ্র ফার্ম ম্যানেজার জান্নাতুল ফেরর্দোস মুনমুন।
এসময় বক্তরা বলেন- মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। কৃষক তার নিজের গরুর গোবর ও অন্যান্য উপাদান খড়,কচরিপানা ও কলাগাছ ব্যবহার করে নিজেই তার বাড়িতে ভার্মিকম্পোস্ট তৈরী করতে পারবেন এবং উদ্যোক্তা হতে পারে।