দেওয়ানগঞ্জ

জেলের জালে ৩২ কেজির ৩ বাঘাইড়

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ:  জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি, ১১ কেজি ও ৮ কেজি ওজনের তিনটি বাঘাইড় মাছ। মাছগুলো ৩২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিক্রির জন্য মাছগুলো উপজেলার বাহাদুরাবাদ, সরদারপাড়া বাজারে নিয়ে আসেন জেলে শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের আবু বেপারীর ছেলে।

শফিকুল ইসলাম বলেন- গতকাল রাতে ফুটানি বাজার এলাকার যমুনা নদীতে ১৩ কেজি, ১১ কেজি ও ৮ কেজি ওজনের তিনটি বাঘাইড় মাছ আমার জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় কোনো ক্রেতা পাওয়া যায়নি। পরে মাছগুলো স্থানীয় মাছ ব্যবসায়ী মাইনুল ইসলামের কাছে ৩২ হাজার টাকায় বিক্রি করেছি।

স্থানীয় বাসিন্দা সুলতান মন্ডল বলেন- মাছগুলো অনেক বড়। নদীতে এখন এত বড় মাছ খুব একটা দেখা যায় না। আজ বাজারে এত বড় মাছ দেখে অনেক মানুষ ভিড় করে। আর নদীর মাছ হওয়ায় মাছগুলো খেতেও অনেক সুস্বাদু হবে ।

মাছ ব্যাবসায়ী মইনুল ইসলাম জানান- বাঘাইড় মাছগুলো জেলের কাছ থেকে ৩২ হাজার টাকায় কিনে নিয়েছি। এতগুলো মাছ কেনার মতো ক্রেতা এখানে নেই, তাই মাছ গুলো বিক্রির জন্য রাজধানীর বড় মাছ বাজারে নিয়ে যাচ্ছি।

Related Articles

Back to top button