রৌমারী-চর রাজিবপুর
সীমান্তে বিজিবির অভিযান: গরু-মহিষসহ চোরাচালানী মালামাল আটক
মাসুদ পারভেজ, রৌমারী(কুড়িগ্রাম): “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”- এমন কঠোর মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে ডিগ্রীরচর এলাকায় অভিযান চালায় সাহেবের আলগা বিওপির টহল দল। রাত আনুমানিক ৩টার দিকে সীমান্ত পিলার ১০৫১/এমপি হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান থেকে ভারতীয় ২টি গরু ও ৪টি মহিষ আটক করা হয়। পরে জব্দকৃত চোরাচালানী মালামাল রৌমারী কাস্টমসে জমা দেওয়া হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে- মহাপরিচালক কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্তে মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।