মাদারগঞ্জ

এক কিশোরের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা এলাকায় ৪ বছর ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী বকুল মিয়ার ছেলে রিপন মিয়া (১৪)-এর বিরুদ্ধে।

ভুক্তভোগী দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন বলে জানা গেছে।

নির্যাতিত শিশুর পরিবারের সদস্যরা জানান- মঙ্গলবার সকাল ১০টার দিকে নির্যাতিত দুই শিশু বকুল মিয়ার জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় বকুল মিয়ার কিশোর ছেলে রিপন মিয়া জলপাই দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের পরিবার।

তবে অভিযুক্ত রিপনের পরিবার অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেন, পরিকল্পিতভাবে তাদের ছেলে রিপনের ওপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

রিপনের স্বজনেরা আরও জানান, গত বছর ঝাড়কাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসানোর চেষ্টা করেন চার বছর বয়সী শিশুটির পিতা। সে সময় অভিযুক্ত রিপনের জেঠাতো ভাই বাধা দেন। সেই ঘটনার জেড় ধরেই প্রতিশোধ নিতে এখন এমন অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ্ সাইফ বলেন, “এমন একটি ঘটনার খবর আমরা পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Back to top button