বকশীগঞ্জ

বটতলা-জব্বারগঞ্জ বাজার সড়ক সংস্কারের অনুমতি দিলো ইউএনও

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জের বটতলা মোড় থেকে জব্বারগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজটি পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিছুদিন আগে কাজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীগণ ইটের খোয়া যাচাই করে ক্লিয়ারেন্স প্রদান করেছেন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শন শেষে কাজটি পুন:রায় শুরু করার অনুমতি দেন। রাস্তা সংস্কারের এই কাজটি এখন পুরোদমে চলতে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন- বকশীগঞ্জের বটতলা মোড় থেকে জব্বারগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার কাজটি মান যাচাইয়ের কারণে কিছুদিন স্থগিত ছিল। এলজিইডি’র ক্লিয়ারেন্স পাওয়ার পর আজ দুপুরে সরেজমিনে পরিদর্শন শেষে আমি কাজটি পুনরায় শুরু করার অনুমতি দিয়েছি। এখন থেকে নতুন এবং উন্নত মানের খোয়া দিয়ে কাজ শুরু হবে। ইতোমধ্যে যে সকল অংশে নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছিল। সেগুলো অপসারণ করে নতুন খোয়া স্থাপন করা হবে।

Related Articles

Back to top button