মেলান্দহ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জামালপুরে মশাল মিছিল

মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা৷

বুধবার (২২অক্টবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় ছাত্র কল্যান পরিষদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে বের হয়ে প্রধান গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় বক্তরা বলেন, তিস্তা উত্তরবঙ্গের মানুষের জীবন, সংস্কৃতি ও আবেগের প্রতিচ্ছবি। তিস্তা নদীর অববাহিকায় পাঁচটি জেলার মানুষের দুর্ভোগ দিন বেড়েই চলেছে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দেওয়াসহ নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে হবে।

ভারতের আগ্রাসন থেকে বাঁচতে এই পরিকল্পনা বাস্তবায়ন করার দাবি জানান শিক্ষার্থীরা।

Related Articles

Back to top button