বকশীগঞ্জ

নদীতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর পানিতে ডুবে ফাহিম মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

পরিবারের অগোচরে পানিতে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী মন্দিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। শিশু ফাহিম মিয়া ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান- সকালের দিকে শিশু ফাহিমের মা তাঁকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশে বয়ে যাওয়া দশানী নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- “আমরা শিশুটির মৃত্যুর কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Related Articles

Back to top button