জামালপুর

নাশকতার মামলায় হিটলার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: জামালপুরে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী হিটলারকে গ্রেপ্তার করা হয়েছে।

হিটলার (৩০) জামালপুর শহরের পাথালিয়া গ্রামের তারা মিয়ার সন্তান।

গতকাল রাত ১২ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হিটলার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুর ঘনিষ্ঠ সহোচর ছিলেন বলে জানা যায়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান- জেলা গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তারের পর জামালপুর থানায় হস্তান্তর করে। হিটলারকে আদালতের প্রেরন করা হয়েছে। তিনি একটি নাশকতা মামলার এজাহারভুক্ত ৮নং আসামী।

Related Articles

Back to top button