মাদারগঞ্জপ্রধান খবর

নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ -২

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে একই পরিবারের দুই ভাই বোন সহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো দুই শিশু।

বিকেলো উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাটিয়ারচর এলাকার প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান (০৮) ও মেয়ে পলি আক্তার (১০) এবং তাদের স্বজন নূর মোহাম্মদের মেয়ে সাইবা আক্তার(০৮)।

নিখোঁজ দুই শিশু হলেন- কুলসুম  ও বৈশাখী। এর মধ্যে কুলসুম তার নানা বাড়ীতে বেড়াতে এসেছিলেন। কুলসুম সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান- বিকেলে ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিলেন পাঁচ শিশু। এমন সময় নৌকাটি ডুবে যায়। পরে শিশু ও নদী তীরবর্তীদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুজি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রথমে দুইজন ও পরে একজনের মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম বলেন- ‘আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি। রাতে অভিযান করার নিয়ম না থাকায় ৭টা ২০ মিনিটের পর থেকে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে৷ আগামীকাল সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হবে। যেখানে তারা ডুবে গিয়েছিলো সেখানে গভীরটা ছিলো ৩০ থেকে ৩৫ ফুট।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন- ‘ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।’

 

Related Articles

Back to top button