মাদারগঞ্জ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, কড়ইচড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আল আমিনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন-‘জাতীয়তাবাদী যুবদল সব সময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজার বৃক্ষরোপণ, ক্যান্সারে আক্রান্ত, দুর্ঘটনায় আহত ও দরিদ্র মানুষের মধ্যে নগদ সহায়তা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চোখের অপারেশন, মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং খাদ্যসামগ্রী বিতরণ।’

তিনি আরো বলেন- দুইজন ক্যান্সার রোগীকে ৩০ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে ৫০ হাজার টাকা এবং চারজন অসহায় ও দরিদ্র মানুষের হাতে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ও ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তায় উপজেলা যুবদল পাশে থাকবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button