রাজনীতি

প্রথম আলোর সম্পাদককে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান পাটওয়ারীর

স্টাফ রিপোর্টার: দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুয়া দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‌প্রথম আলোর মতি ভাইকে বলবো হয় আপনি সাংবাদিকতা করেন; না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব তাও অপসাংবাদিকতা বন্ধ করেন।

তিনি আরও বলেন, ২০ টি আসন ও তিন জন মন্ত্রীর প্রস্তাব সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। প্রথম আলো, ডেইলি স্টারকে ভয় পাবার দিন আর নেই।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্য নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দৈনিক প্রথম আলো পত্রিকায় ৫ নভেম্বর প্রকাশিত ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামের প্রতিবেদনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও মন্ত্রিসভায় হিস্যা চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

Related Articles

Back to top button