সরিষাবাড়ী

পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী:  ‘‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেনের সঞ্চালনায় কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার মো: মোহছেন উদ্দিন। এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আ: হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা পাট পরিদর্শক মোহাম্মদ আওরংগযেব আতা প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন-‘পাটের সুদিন ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়। পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।

Related Articles

Back to top button