গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশি রফিকুল ইসলামের মতবিনিময়
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে গণঅধিকার পরিষদের (জিওপি) এমপি মনোনয়ন প্রত্যাশি রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জামালপুর ১ (দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের এমপি মনোনয়ন প্রত্যাশি রফিকুল ইসলাম বলেন-‘সংসদ সদস্য পদে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলে জামালপুর-১ আসনে আমি নির্বাচিত হতে পারবো বলে আশাবাদী। এই এলাকার জনগন আমার সাথে আছে। জনগণের ভোটে নির্বাচিত হলে অবহেলিত দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার উন্নয়ন সাধনে সর্বোচ্চ গুরুত্ব দিবো।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মামুন মিয়া, যুগ্ম সদস্য সচিব মোঃ দুলাল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ বাহাদুরাবাদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ উজ্বল মিয়া।




