দেওয়ানগঞ্জ

কর্মবিরতিতে শিক্ষকেরা: মাঠে খেলছে শিক্ষার্থীরা

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে সারা দেশের অন্যান্য বিদ্যালয়ের মতো দেওয়ানগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি পালন করেছেন তাঁরা।

দেওয়ানগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে প্রায় ৭৭৫ জন শিক্ষক ও ৪২ হাজার ৪৩৪ শিক্ষার্থী রয়েছে।

আজ উপজেলার কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানন্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইলী মজনু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষকেরা ক্লাস রেখে কর্মবিরতি পালন করছেন।

অন্যদিকে পৌর শহরের দেওয়ানগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলের মাঠে খেলাধুলা ও ক্লাসরুমে হইহুল্লোড় করতে দেখা যায়।

দেওয়ানগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম শেফা বলেন- স্কুলে ক্লাস নাই, তাই মাঠে খেলাধুলা করতেছি। উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ হাসান বলে, ক্লাস নেই, তাই বন্ধুদের সাথে আনন্দ করছি।

কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর শিক্ষক বিষ্ণু দেবনাথ বলেন- গ্র্যাজুয়েশন যোগ্যতা নিয়ে ১৩তম গ্রেডে চাকরি প্রাথমিকের শিক্ষকদের ছাড়া আর কোন সরকারি চাকরিতে নেই। আমাদের তিনদফা দাবী মানা না হলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।

দেওয়ানগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন- শিক্ষকদের দাবী আদায়ে কর্মবিরতি পালনের বিষয়টি জেনেছি। তবে আমি বিদ্যালয় পরিদর্শন করছি। বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও কর্মবিরতির কারণে কোন ক্লাস হচ্ছেনা।

Related Articles

Back to top button