ময়মনসিংহ জেলা ছাত্র-কল্যাণ পরিষদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করে ‘ময়মনসিংহ জেলা ছাত্র-কল্যাণ পরিষদ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও রেজিস্ট্রার নূর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুল ছাত্তার। এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুর রহমান, ছাত্রহলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলী, সহকারী অধ্যাপক প্রদ্যুৎ পাল, প্রভাষক তাইয্যেবা তাবাসসুম এবং প্রভাষক হোসাইন মাহমুদ।
ময়মনসিংহ জেলা ছাত্র-কল্যাণ পরিষদের সহ-সভাপতি রিয়াদ হাসানের সঞ্চলনায় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নূর, জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, ছাত্রনেতা লিটন আকন্দ ও যীনাত মিয়া আজিজুলসহ পরিষদের অন্যন্য সদস্য ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
“হাওয়ার, বাওড়, মইষের শিং এই তিনে মিলে ময়মনসিং” স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতেই এই আয়োজন করা হয়।




