শেয়াল ও কুকুরের কামড়ে শিশু, নারীসহ আহত ৭
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে শেয়াল, কুকুরের কামড়ে শিশু, নারী সহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফারাজিপাড়া গ্রামের মেহেদী নামের ৯ বছর বয়সী এক শিশু শেয়ালের কামড়ে আর ছয়জন কুকুরের কামড়ে আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) উপজেলার ফারাজিপাড়া, রামপুরা, বালুগ্রাম এ ঘটনা ঘটে।
কুকুরের কামড়ে আহতরা হলেন- দক্ষিন বালুগ্রামের পলাশ মিয়ার ছেলে ১২ বছর বয়সী শিশু রোহান, দক্ষিণ বালুগ্রামের বাবুল মিয়ার ছেলে উজ্বল , বালুগ্রাম মধ্যপাড়ার মর্জিনা, মোঃ আলমের মেয়ে আলপনা, রামপুরা এলাকার, জামরুল, বুচি বেগম।
স্থানীয়রা জানান- বুধবার বিকেলে হলুদ রঙের একটি পাগলা কুকুর প্রথমে একটি ছাগলকে কামড়ায়, পরে আরও দুটি গরুকে কামড়ায়। এর কিছুক্ষণ পর শিশু, নারীসহ একে একে ছয় জনকে কামড়িয়ে জখম করে কুকুরটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে উজ্বল ও রোহান নামে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী লাঠি সোটা নিয়ে কুকুরটিকে ধাওয়া করে ধরে ফেলে। পরে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম জানান- আহতদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।




