সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে রউফ তালুকদার
মতিন রহমান, বকশীগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের ৪ বারের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার দুধহাটি এলাকায় নিজস্ব অস্থায়ী কার্যালয়ে কর্মী ও সমর্থকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সভায় যোগ দেন। এ সময় উপস্থিত বক্তারা আবদুর রউফ তালুকদারকে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার জোর দাবি জানান। তাঁরা নির্বাচনের মাঠে নিরলসভাবে কাজ করার ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সমর্থকদের দাবির মুখে প্রার্থিতা ঘোষণা করে আবদুর রউফ তালুকদার বলেন, ‘জনগণের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। অতীতেও আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং এলাকার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমি আগামী নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’
সভা শেষে আবদুর রউফ তালুকদারের সমর্থনে নেতাকর্মীরা এলাকায় একটি মিছিল বের করেন।




