সাংবাদিক মিলনের স্মরণসভা ও দোয়া মাহফিল
হৃদয় আহম্মেদ,জামালপুর:জামালপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি মরহুম সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর ) বাদ এশা প্রেসক্লাব জামালপুর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের শুরু হয় রাত ৮টায়।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক।
প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহের উল্লাহ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, প্রেসক্লাব জামালপুরের কার্যনির্বাহী সদস্য ও প্রথম আলোর প্রতিনিধি মো. আব্দুল আজিজ, জামালপুর দিনকালের সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদে হিরাসহ আরো অনেকে।
তারা বলেন- মিলন তাঁর কর্মে, সততায় ও মানবিকতায় সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন। তার স্মৃতি আগামী প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরন সভা ও দোয়া মাহফিলে প্রেসক্লাব জামালপুরের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, আজকের পত্রিকার সাংবাদিক দোলন বিশ্বাস, যমুনা টিভির সাংবাদিক সাগর ফরাজি, দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মোহাম্মদ শাহিন, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রকিব হাসান নয়ন, ডেইলি সানের সাংবাদিক ইমরান মাহমুদ, এনটিভির অনলাইনের সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ, দৈনিক সবুজ বাংলার সাংবাদিক সুমন মাহমুদ, মো. আলমগীর,বিল্লাল হোসাইন, শাওন আহমেদ, হৃদয় আহমেদ, ও শাহরিয়ার উল্লাসসহ মরহুম সাংবাদিক মিলনের পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম আনোয়ারুল ইসলাম মিলনের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে তাঁর কর্মজীবন, নিষ্ঠা ও মানবিক অবদান স্মরণ করে সহকর্মীরা আবেগাপ্লুত হন।
উল্লেখ, সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড -এর জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।




