ইসলামপুর

বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত-৪

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে পিয়াস নামে একজনকে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টার দিকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে রেখে আসার সময় উপজেলার মলমগঞ্জ বাজারে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ফরহাদ গ্রুপের ৪জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে পিয়াস নামের একজনের অবস্থা আশংকা হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষের কথা জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে। তবে হতাহতের বিষয়ে তারা আসলে বলা যাবে।

এ বিষয়ে ধানের শীষের মনোনত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, আমার কোন লোক ওখানে যায়নি। যদি আমার কোন লোক থাকে তার উপযুক্ত বিচার করা হবে।

Related Articles

Back to top button