দেওয়ানগঞ্জ

জিল বাংলা চিনিকলের আখ মাড়াই শুরু

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডের ৬৮ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মিলের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই উদ্বোধন করেন। এর আগে মিলের ক্যান ক্যরিয়ার প্রাঙ্গনে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ তরিকুল ইসলাম ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষনা) আব্দুল আলীম খান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান সিপিই জেবুন নাহার ফেরদৌস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ-সভাপতি শ্যামল চন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাহবুবুর রহমান, জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকৎ উর রহমান সোহাগ, সাবেক সভাপতি মোঃ দলিলুর রহমান।

জানা গেছে, মিলটি গত ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৭০ দিনে ৬০ হাজার টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ৪ হাজার ২০০ মেট্রিক টন। চলতি ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৮৫ দিনে ৭১ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে মিলটির কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button