জামালপুর

বেলটিয়াতে ট্রাক চাপায় নিহত ২, আহত-১

শাওন মোল্লা,জামালপুর: জামালপুরে ট্রাক চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন- সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জালালের পাড়া গ্রামের শফিকুলের সন্তান দীপু (২২) ও জলিলের সন্তান রাসেল (২৬)।

এই দূর্ঘটনায় আহত শ্যামল একই গ্রামের আমজাদ হোসেনের সন্তান।

বৃহস্পতিবার  রাত ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জামালপুর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান-  রাতের খাবার খেয়ে বাড়ি থেকে জামালপুর শহরে আসার সময় বেলটিয়া এলাকায়  টাঙ্গাইলগামী মরিচবাহী ট্রাক চাপায় গুরুত্বর আহত হয় দীপু, রাসেল ও শ্যামল। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। আহত শ্যামল জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন বাড়িতে।

নূর মোহাম্মদ আরো জানান- ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটির চালক। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আর পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

Related Articles

Back to top button