দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত দিবস পালনে নেই কোনো কর্মসূচী
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: আজ ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা।
৬ ডিসেম্বর ভোরে ১১ নম্বর সেক্টরের অধীন গাজী নাছির কোম্পানির প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কাদেরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট এলাকায় অবস্থিত পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণ করে। বীর মুক্তিযোদ্ধাদের কৌশলী আক্রমণে ক্যাম্পে অবস্থানরত পাক বাহিনীর সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। উপায়ান্তর না পেয়ে সেদিন পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা পালিয়ে যায়।
সেদিনের স্মৃতিচারণা করে গাজী নাছির কোম্পানির প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কাদের বলেন- ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে দেওয়ানগঞ্জ থেকে বিতাড়িত করার পর জিলবাংলা চিনিকল, তৎকালীন দেওয়ানগঞ্জ কো অপারেটিভ হাইস্কুল ও এ কে এম কলেজে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি। পাকিস্তানি হানাদার বাহিনীর পালিয়ে যাওয়ার খবরে সেদিন দেওয়ানগঞ্জের আপামর জনতা খুশিতে রাস্তায় নেমে আসে। সবার মুখে সেদিন স্বাধীন বাংলা স্লোগানে মুখর হয়েছিল দেওয়ানগঞ্জের আকাশ-বাতাস।
প্রতি বছর ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদারমুক্ত দিবসে নানা কর্মসূচি পালন করে দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে থাকে পতাকা উত্তোলন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। তবে এবছর দিবসটি উপলক্ষে কোন কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া যায়নি।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান- এই কর্মস্থলে সবেমাত্র যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিলো না।




